নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার জংলী গ্রামের মো ইসফাত রাহাত মাহি(১৫) নামে ৮ম শ্রেণী পড়–য়া এক ছাত্র নিখোঁজ হয়েছে । নিখোঁজ মো ইসফাত রাহাত মাহি জংলী গ্রামের মো ইছাহাক আলী ছেলে। গতকাল সোমবার দুপুর ২টা দিকে নাটোর শহরের জেলা পরিষদের মিলনায়তনের পিছনে শাহিন কোচিং এ যাওয়া কথা বলে বাড়ি থেকে বের হয় এখন পর্যন্ত বাড়ি ফিরে আসেনি।
আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর থানায় জিডি করেছে বলে জনান নিখোঁজের পিতা মো ইছাহক আলী। তিনি আরো বলেন, মো ইসফাত রাহাত মাহি উচ্চতা ৪ফিট ৮ ইঞ্চ,গায়ের রং শ্যামলা,মুখ মন্ডল গোলাকার,পড়নে কালো গেঞ্জি এবং গ্যাভিটি প্যান্ট ছিল। কেও যদি খোঁজ পান এই মোবাইলে নম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা হয়েছে ০১৭৩১-৪৭৪১২১।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।