গোদাগাড়ী প্রতিনিধিঃ রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে শামিম (৪০) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
সে গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
শনিবার দিবাগতরাগ সাড়ে ৯ টার দিকে বিদিরপুর হতে হিজলতলী রাস্তায় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রেজানাযায়, গোদাগাড়ী মডেল থানা পুলিশের এসআই মোঃ রাসেলের নেতৃত্বে শনিবার রাতে বিদিরপুর এলাকায় অভিযান চালায় এই এই সময় হিজলতলা রাস্তাদিয়ে শামিম মোটর সাইকেল যোগে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে তারর গতিরোধ করে লুঙ্গির কোমরে আটকানো পলেথিনের প্যাকেরে ২০০ গ্রাম হোরোইন উদ্ধার করে আটক করে।
আটকের সত্যতা নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের ওসি মোঃ জাহাঙ্গীর আলম বলেন তার বিরুদ্ধে মাদকের ৪ টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।খবর ২৪ঘণ্টা/ নই