নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে জামায়াতের চার নারী কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরা। নগরীর হড়গ্রাম কোর্ট স্টেশন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট চাচ্ছিল। এ সময় স্থানীয় আ’লীগ নেতারা তাদের আটক করে পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ওই নারীর স্বজনরা তাদের ছাড়াতে গেলে তাদেরও মারধর করে তারা।
আটককৃতরা হলো, হড়গ্রাম পূর্বপাড়ার ওয়াশেফ আলীর স্ত্রী মোসা: আসমা আজিজ (৫২), হড়গ্রাম কলেজপাড়ার শহিদুল ইসলাম পিন্টুর স্ত্রী সেলিনা বেগম (৪০), হড়গ্রাম রানীদিঘী এলাকার এশারুল হকের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫), পূর্ব মোল্লাপাড়ার মশিউর রহমান মিঠুর স্ত্রী ময়না বেগম (২৫)।
কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, তারা জামায়াতের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে প্রচার চালানোর নামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছিল ও এক প্রার্থীর বিপক্ষে কথা বলার অভিযোগ এনে আটকে রাখে। এ সময় স্থানীয় লোকজনের রোষানলে পড়ে তারা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
খবর ২৪ঘন্টা/এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।