1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
যশোরে বাস উল্টে নিহত ১, আহত ২০ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

যশোরে বাস উল্টে নিহত ১, আহত ২০

  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

জেলা প্রতিনিধিঃ যশোরে বাস উল্টে খাদে পড়ে মাকসুদুর রহমান (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি নতুন উপশহর এ ব্লক মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এই দুর্ঘটনায় আরো বিশজন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে যশোর-মাগুরা সড়কে বাঘারপাড়া উপজেলার কেষ্টপুর গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম ও খাজুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসুদুর রহমান জানান, যশোর থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী একটি যাত্রীবাস (চট্ট মেট্রো-চ-১৭৪৪) বাঘারপাড়া উপজেলার কেষ্টপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে তারা হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় মাকসুদুর রহমান নামে একজন মারা গেছেন। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে রাবেয়া খাতুন নামে একজনের অবস্থা খারাপ। অন্যরা আশংকামুক্ত।
আহতরা হলেন, যশোর সদর উপজেলার ভবানিপুর গ্রামের মো. মহব্বতের স্ত্রী রাবেয়া খাতুন (৩০), বলপুর গ্রামের বাবুর স্ত্রী আরজিনা খাতুন (২৮), হাশিমপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০), তার ছেলে আবু সুফিয়ান (৮), ছেলে সালমান (৬), স্ত্রী রেক্সোনা বেগম (৩০), নতুন উপশহর এলাকার বিশ্বজিতের স্ত্রী মুক্তা (৩০), ঝিকরগাছা উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জলিলের ছেলে জালাল (৪০), একই এলাকার মতিয়ার রহমান, বাঘারপাড়া উপজেলার পাথরঘাটা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী লিমা খাতুন (২৮), যশোর শহরের ষষ্ঠিতলাপাড়ার নিউটনের স্ত্রী প্রিয়াংকা (২৫), তার ছেলে উৎসব (৪), লিমা খাতুন (৩), শরিফুল ইসলাম, মুক্তা (৪), আরমিনা (৩০), সীমা (২০), তাসলিমা খাতুন (২৫), কুলসুম (১২), শাফায়েত হোসেন (১২), লুৎফর রহমান (২২) এবং মতিয়ার রহমান (২৮)।
নিহত মাকসুদুর রহমান মাগুরা জেলা সদরের মহিষাডাঙ্গা গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST