1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
সাংবাদিকদের সামনে মেজাজ হারালেন হাসিন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন

সাংবাদিকদের সামনে মেজাজ হারালেন হাসিন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মেজাজ হারালেন হাসিন জাহান৷ মঙ্গলবার যাদবপুরের বাড়ি থেকে বেড়োনোর পর তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে সংবাদ মাধ্যম৷ মূলত হাসিন সেই মূহূর্তে কোথায় যাচ্ছেন সেটাই জানতে চেয়ে তাঁর গাডী়র পিছু করে কিছু মিডিয়া৷ কিছুদূর যেতেই অবশ্য গাড়ি থেকে নেমে একটি নির্দিষ্ট সাংবাদমাধ্যমের গাড়ি লক্ষ্য করে এগিয়ে আসেন জাহান৷

এরপর ঐ সংবাদমাধ্যমের কর্তব্যরত চিত্রসাংবাদিকের ক্যামেরা ভেঙে দেন বলে অভিযোগ৷ রাস্তাতেই সংবাদমাধ্যমের কর্মীর উপর চড়াও হয়ে হাতাহাতিতে জড়ান হাসিন৷ গাড়ি থেকে ক্যামেরা ও ক্যামেরার ব্যাগও ছঁড়ে ফেলে দেন৷ গালিগালাজও করেছেন বলে অভিযোগ৷ আহত হন চিত্রসাংবাদিক৷

এই ঘটনার পর অবশ্য গাড়ি ছুটিয়ে বেড়িয়ে যান শামির স্ত্রী৷ তাঁর ব্যক্তিগত জীবনে উঁকিঝুঁকি দেওয়া বন্ধ করুন, এই বলেই নাকি গাড়িতে চড়ে বেড়িয়ে চান তিনি৷ শামির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে এই মূহূর্তে সমস্যায় জর্জরিত হাসিন জাহান৷ তবে কেন হঠাৎ মিডিয়ার সঙ্গে দুর্ব্যবহার করলেন, সেই নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি৷ জানা গিয়েছে তিনি শাামির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন৷

গত মঙ্গলবারই শামির বিরুদ্ধে বিবাহ বর্হিভূত একধিক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় শামির চ্যাট প্রকাশ করেন হাসিন৷ এরপর সাংবাদমাধ্যমের সাহায্য চেয়ে একে একে শামির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন তিনি৷ সম্প্রতি সোমবার, দক্ষিণ আফ্রিকা সফরেও শামি এক গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ করেন৷ দক্ষিণ আফ্রিকায় একাধিক জায়গায় ঐ নারীর সঙ্গে শামি একাধিকবার দেখা করেন বলেও দাবী করেছেন জাহান৷

১৭ ফেব্রুয়ারি দেশে ফেরার বিমান ছিল শামির৷ প্রোটিয়া সফর শেষে ফেরার আগে, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ঐ মহিলার সঙ্গেই ছিলেন বলে দাবী শামির স্ত্রীয়ের৷ শামি নিজের সেলফি তুলে ঐ মহিলাকে পাঠিয়েছেন বলেও দাবী হাসিনের৷ সঙ্গে ঐ মহিলার সঙ্গেও ছবি তুলেছেন বলে জানিয়েছেন জাহান৷যে মোবাইলের চ্যাট নিয়ে এত বিতর্ক, সেই মোবাইলটি সোমবারই বাজেযাপ্ত করে পুলিশ৷

টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামির বিরুদ্ধে তাঁর স্ত্রী হাসিন জাহানের অভিযোগের সত্যতা যাচাই করতে সোমবার বড়সড় পদক্ষেপ নেয় কলকাতা পুলিশ৷ লিখিত অভিযোগ পাওয়া মাত্রই একাধিক জামিন অযোগ্য ধারায়া মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল পুলিশ৷ সেই মতো লালবাজারের গোয়েন্দা বিভাগ চিঠি লিখে বিসিসিআই-এর কাছ থেকে শামি সংক্রান্ত তথ্য জানতে চেয়েছে৷

অন্যদিকে সোমবারই হাসিনের আইনিজীবীর সঙ্গে শামির পরিবারের সদস্যরা দেখা করে বলে জানা গিয়েছে৷ ফলে দুই পরিবারের মধ্যস্থতার ইঙ্গিতও পাওয়া গিয়েছে৷ এরপরই হঠাৎ মিডিয়াকে এড়িয়ে চলছেন হাসিন৷

 

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST