1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
চ্যাম্পিয়ন লিগের কোয়াটার-ফাইনালে রিয়াল - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন লিগের কোয়াটার-ফাইনালে রিয়াল

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মারচ, ২০১৮
khobor24ghonta.com

রয়েল খান স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ১৬ নম্বর রাউন্ডে মুখোমুখি হয়ে নেইমারহীন পিএসজিকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ৷সঙ্গেই কোয়াটার ফাইনালের লড়াই নিশ্চিত করল দুবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা৷

মঙ্গলবার ফিরতি ম্যাচে পিএসজির ঘরের মাঠে রিয়ালের শুরুটা বেশ সাদামাটা ছিল৷ প্রথম থেকে সিআর সেভেনদের উপর চাপ সৃষ্টি করতে থাকে পিএসজি ডিফেন্স৷ তবে ওটুকুই, খেলার প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি দু’টি দলই ৷

খেলার ১৮ মিনিটে মাদ্রিদের জন্য প্রথম সুযোগ তৈরি হয়৷ লুকাসের ক্রস পাসকে জালে পাঠানোর চেষ্টা করেন রামোস৷ চমৎকার ক্ষিপ্রতায় গোল বাঁচান পিএসজির গোলকিপার৷ ৩৮ মিনিটে রিয়ালের দ্বিতীয় সুযোগ মিস করেন করিম বেঞ্জেমা৷

প্রথমার্ধের শেষের মুখে পিএসজির তরফে দুটি ভালো সুযোগ মিস করেন দি মারিয়া এবং ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে৷ গোল শূন্য অবস্থায় ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়৷

এরপর গ্যালারি থেকে দর্শকরা ফ্লেয়ার ছোঁড়া শুরু করলে কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে৷ খেলা আবার শুরু হলে ৫১ মিনিটে দলকে কাঙ্খিত গোল এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ লুকাস ভাসকেসের ক্রশ পাসকে হেডে করে জালে পাঠান সি আর সেভেন৷ এটি এই মরসুমের ৮ টি ম্যাচে সি আর সেভেনের ১২ নম্বর গোল৷

৬৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজি ফুটবলার ভেরাত্তিকে৷৭১ মিনিটে পাস্তোরের গোলে ম্যাচে ফেরে পিএসজি৷ তবে বেশিক্ষণ এই সমতা ধরে রাখতে পারেনি পিএসজি৷ ৮০ মিনিটে কাসেমিরোর গোলে কোয়াটার ফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ৷

 

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST