খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় ইলা রানী ঢালী (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভাগবা গ্রামের বিদ্যুৎ রঞ্জন ঢালীর স্ত্রী। আজ দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলা রানী কয়রা উপজেলা যুব উন্নয়ন অফিসের ন্যাশনাল সার্ভিসে প্রশিক্ষন গ্রহণ করছেন।
উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রশিদ খান বলেন, প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য কয়রা সদরে আসার পথে মোটরসাইকেল থেকে পড়ে ইলা রানী মাথায় গুরুতর আঘাত পায়। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি বলেন, তিন মাস প্রশিক্ষণের মাত্র দুই দিন বাকী থাকতে এই দুর্ঘটনা ঘটল। এ ঘটনায় নিহতের সহকর্মী ও প্রশিক্ষার্থীরা শোকাহত।
খবর২৪ঘণ্টা.কম/নজ