রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম এলাকায় বরই গাছে ঢিল ছুড়তে নিষেধ করায় তাজেম আলী বিদ্যুৎ নামের এক ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা। নিহত তাজেম আলী বিদ্যুৎ নগরীর ছোটবন স্কুলপাড়া এলাকার মৃত শমসের আলীর ছেলে।
পুলিশ জানায়, তাজেম আলীর বরই গাছে অজ্ঞাতনামা কয়েকজন যুবক ঢিল মারছিল আর সেই ঢিল বাড়ির টিনে পড়ে। এসময় নিহত বিদ্যুৎ বাসা থেকে বের হয়ে তাদের ঢিল মারতে নিষেধ করে। এই নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কয়েকজন যুবক সীমানা প্রাচীর টপকে বাড়িতে প্রবেশ করে প্রথমে মারধর এবং পরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় বিদ্যুৎকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার সময় পথে তার মৃত্যু হয়।
চন্দ্রিমার থানার ওসি মাসুদ পারভেজ জানান, এই হত্যাকান্ডের ঘটনায় কয়েক জনের নাম ইতোমধ্যে জানতে পেরেছে পুলিশ। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
বিএ/