খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া এলাকায় ছুরিকাঘাতে সৌমিত্র সাধক (২৫) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম পান্না জানান, রাতে বাড়ি ফেরার পথে একটি বাগানের কাছে সন্ত্রাসীরা সৌমিত্র সাধকের বুকে ছুরিকাঘাত করে। এ সময় সে জীবন বাঁচাতে দৌড়ে রিকশাচালক সজল বেপারীর ঘরে গিয়ে ওঠে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ