মোহনপুর প্রতিনিধিঃ রাজশাহী মোহনপুর উপজেলা নারী নেতাদের মিলনের সমাগম ঘটে।মঙ্গলবার জেলা পরিষদ ডাক বাংলো মোহনপুর উপজেলা মাঠে দিনব্যাপী নারী নেতাদের মিলনের সমাগম ঘটে।
অনুষ্ঠানে বার্ষিক বনভোজন, লটারী, সাংস্কৃতি অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেতা ও ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, জেলা পরিষদ সদস্য রাবিয়া খাতুন সীমা,প্রভাষক রোখসানা মেহবুব চপলা,ইউপি সদস্য সুফিয়া খাতুন, আনজুআরা,মোসলেমা বেগম, শেখ হাবিবা, ডলি আক্তার, নুরজাহান বেগম,ময়না বেগম,নাসিমা আক্তার বেলী,মৌসুমি,পূণিমা, সাবেক কাউন্সিলর মাসুদা বেগম, হাবিবা,পারুল,মাবিয়া বেগম,দিলরুবা বেগম প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/নজ