খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: মাগুরার মহম্মদপুরের ধোয়াইল এলাকায় ইঞ্জিন চালিত ট্রলি উল্টে আল আমিন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ধোয়াইল গ্রামের আনোয়ার বিশ্বাসের ছেলে। উল্টে যাওয়া ট্রলির চালকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন আল আমিন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম জানান, ওই ট্রলিতে করে মাটি বোঝাই করে ধোয়াইল এলাকার একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল।
তিনি আরো বলেন, যাওয়ার পথে ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রলিটি। এতে গুরুতর আহত হন আল আমিন। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
খবর২৪ঘণ্টা.কম/নজ