ঢাকাশুক্রবার , ১৩ জুলাই ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণে অভিযুক্তদের বাতিল হবে লাইসেন্স

অনলাইন ভার্সন
জুলাই ১৩, ২০১৮ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন,ডেস্ক: ধর্ষণ এবং যৌন নির্যাতন মামলায় অভিযুক্ত হলে ওই ব্যক্তির ড্রাইভিং এবং আর্মস লাইসেন্স বাতিল হয়ে যাবে৷ বৃহস্পতিবার এই ঘোষণা করে হরিয়ানা সরকার৷ শুধু তাই নয়, বার্ধক্যজনিত পেনশন এবং শারীরিক প্রতিবন্ধকতাজনিত পেনশনও হাতছাড়া হবে তাদের৷

তবে অভিযুক্তরা ফেয়ার প্রাইস শপ থেকে রেশন নিতে পারবে বলে পাঁচকুলায় একটি অনুষ্ঠানে এসে জানান মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর৷ এক দলিত কিশোরীকে ধর্ষণ এবং খুনে, ১২ বছরের নিচে অভিযুক্তের মৃত্যুদণ্ডে সরকারী প্রস্তাবের পরই এই সিদ্ধান্ত সামনে আসে৷

আদালত যতক্ষণ না ধর্ষণ বা যৌন নির্যাতনের ওই মামলায় রায় ঘোষণা করছে ততদিন অভিযুক্তরা উপরোক্ত সুবিধা গ্রহণে বঞ্চিত থাকবে৷ আদালতের রায়ে অভিয়যুক্ত দোষী সাব্যস্ত হলে সে এই সুবিধাগুলি আর পাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

তিনি আরও জানান, নারীদের নিরাপত্তার স্বার্থে স্বাধীনতা দিবসে অথবা রাখির দিন একটি স্কিমের ঘোষণা করা হবে৷ মুখ্যমন্ত্রী এও বলেন, কোনও নির্যাতিতা যদি রাজ্য সরকারের দেওয়া আইনজীবী ছাড়া নিজের পছন্দে অন্য আইনজীবী রাখতে চান, তার ব্যয়ভারে ফি-তে ২২,০০০টাকাও আর্থিক সাহায্য করা হবে৷ এরই সঙ্গে ধর্ষণ, ইভটিজিংয়ে দ্রুত তদন্তের ব্যবস্থা নিতে হবে সব পুলিশ স্টেশনকেই৷

প্রসঙ্গত, গত ৯ জুলাই, সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র এবং বিচারপতি আর বানুমাথি ও অশোকভূষণের বেঞ্চ নির্ভয়াকাণ্ডে অভিযুক্ত মুকেশ (২৯), পবন গুপ্ত (২২), বিনয় শর্মা (২৩)’র শাস্তির ব্যাপারে রায় দেয়। তবে, ফাঁসির আদেশপ্রাপ্ত চতুর্থজন অক্ষয় কুমার সিংহ নিজের ফাঁসির সাজা কমানোর জন্য আর কোনও আবেদন করেনি বলে জানা যায়৷

অবশ্য ফাঁসির রায় বহাল রাখা মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছেন দোষীদের আইনজীবী এপি সিং৷ তাঁর দাবি,সংবাদ মাধ্যমের চাপে পড়েই সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে৷ অন্যদিকে, নির্ভয়ার পরিবারের আইনজীবী রোহন মহাজনের দাবি, সুপ্রিম কোর্টের রায় দেশবাসীকে আইনের প্রতি আস্থা রাখার ভরসা দিয়েছে৷ অপেক্ষা শুধু ফাঁসির৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।