সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ১১ মে ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মা-ছেলে হত্যায় দুই জনের মৃত্যুদন্ড

খবর২৪ঘন্টা ডেস্ক
মে ১১, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট নগরের মিরাবাজারের মা-ছেলে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নূরে আলম ভূঁইয়া এ রায় ঘোষণা করেন।

সিলেট মহানগর আদালতের পিপি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জোবায়ের বখত জুবের জানান, রায়ে তানিয়া ও তার প্রেমিক মামুনকে ফাঁসির রায় দেন বিচারক। এছাড়াও মামুনকে ১০ হাজার টাকা ও অনাদায়ে এক বছরের সশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মিরাবাজার এলাকায় মা রোকেয়া বেগম ও তার ছেলে রবিউল ইসলামকে হত্যা করে বাড়ির গৃহকর্মী তানিয়া ও তার কথিত প্রেমিক মামুন। কুপিয়ে জখম করে রোকেয়া বেগমের ছোট মেয়ে রাইসাকেও।

মামলার বিবরণে জানা যায়, খুন করার আগে রাতে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরদিন সকালে দুই জনের মরদেহ ও রাইসাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী দিদার আহমেদ।

বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।