ঢাকাসোমবার , ১৭ এপ্রিল ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

ময়মনসিংহ সংবাদদাতা
এপ্রিল ১৭, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় পুলিশের বিশেষ অভিযানে আন্ত: ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার, গফরগাঁও সার্কেলের দিক নির্দেশনায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার সিটি গার্ডেন এর সামনে সংঘবদ্ধ ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার হোমনা থানার চন্ডিপুর এলাকার সুরুজ মিঞার ছেলে শাহ জাহান (৩৮), নরসিংদী জেলার রায়পুরা থানাহাটি এলাকার বাবুল মিয়ার ছেলে বিল্লাল হোসেন (২৬), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার বেপারীপাড়া এলাকার লাল মিয়ার ছেলে সবুজ (২৯), এবং ময়মনসিংহের মুক্তাগাছা সোনাপুর এলাকার মৃত এছাক আলীর ছেলে আবু তালেব (৩০)।

এ-সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি পুরাতন (টয়োটা) প্রাইভেট কার, কালো প্লাস্টিকের হাতল যুক্ত তিন (০৩) টি স্টিলের চাকু একটি কাঠের লাঠি ও কালো রঙ এর রশি উদ্ধার করা হয়।

ভালুকা থানার ওসি কামাল হোসেন জানান আটককৃত আসামীরা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা কৌশলে মহাসড়কে তাদের ব্যবহৃত প্রাইভেট কার গাড়িতে সাধারণ যাত্রীদের তুলে নিকট নিয়ে নগদ অর্থ ও মালামাল লুট করে থাকে।

উক্ত আসামিদের বিরুদ্ধে পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএ/

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।