সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ২৫ অক্টোবর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

৪২ জন পুলিশ সদস্য ৩ লক্ষ জনসাধারণের জন্য যথেষ্ট নয়: পুলিশ সুপার

omor faruk
অক্টোবর ২৫, ২০১৮ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং এর উদ্দোগে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকেলে উপজেলার কমিউনিটি পুলিশিং এর সকল সদস্যদের নিয়ে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)

তৌহিদুল ইসলাম, থানা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি প্রফেসর শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান, কদিমচিলান ইউপি চেয়ারম্যান সেলিম রেজা (মাষ্টার), সহ কমিউনিপি পুলিশিং ফোরাম এর সদস্য সহ এলাকার সুধীজন।আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি বিপ্লব বিজয় তালুকদার বলেন সারাদেশে প্রতি ৩ লক্ষ জনসাধারনের জন্য ৪২ জন পুলিশ সদস্য যথেষ্ট নয়, আপনারা বঙ্গবন্ধুর মত ঘরে ঘরে দূর্গ গড়ে তুলুন; তবেই দেশ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস সহ নানা আইন বিরোধী অভিশাপ থেকে মুক্তি পাবে।

খবর ২৪ ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।