সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ২৮ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ২

অনলাইন ভার্সন
ডিসেম্বর ২৮, ২০১৯ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রনি (২৫)। এসময় আহত হয়েছেন তার দুই বন্ধু।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনির বাড়ি যাত্রাবাড়ী আদর্শ স্কুলরোড এলাকায়। আহতরা হলেন- শোভন (২৩) ও শামীম (২৪)। তাদের বাড়িও একই এলাকায়।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তিন বন্ধু মোটরসাইকেলে হানিফ ফ্লাইওভার শনিরআখড়া কাজলা টুল বক্সের সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খায়। আহতদের উদ্ধার করে ঢামেকে নিলে রাত সাড়ে ১০টার দিকে রনির মৃত্যু হয়।

আহত শামীম ঢামেকে আইসিইউতে চিকিৎসাধীন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য শোভনকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।