খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বাসচাপায় সাইফুল ইসলাম (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল উপজেলার বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মোটরসাইকেলটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ