ঢাকাবৃহস্পতিবার , ৭ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সড়ক পরিবহন গ্রুপের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

omor faruk
ফেব্রুয়ারি ৭, ২০১৯ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নেতৃবৃন্দের সাথে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র লিটন বলেন, নগরীর যানজট সমস্যা নিরসনে ব্যাটারি চালিত অটোকে দুই প্রকারের রঙ করে দুই শিফটে ভাগ করা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। মেয়র আরো বলেন, শিরোইল বাস টার্মিনালকে সেখান থেকে সরিয়ে নওদাপাড়ায় নিয়ে যেতে চাই। সেজন্য পরিবহনের সাথে জড়িতদের সঙ্গে আলাপ-আলোচনা করা হবে। শতাধিক শিল্প কারখানা গড়ে

তোলার ঘোষণা দিয়ে মেয়র আরো বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি শতাধিক গার্মেন্টস-শিল্প কারখানা প্রতিষ্ঠা করার। সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। শতাধিক গার্মেন্টস-শিল্প কারখানা প্রতিষ্ঠা হলে দুই লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। মতবিনিময় সভায় সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়। মেয়র সেসব দাবি পূরণের আশ্বাস দেন। এছাড়া গত সিটি কর্পোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে নৌকার অক্লান্ত পরিশ্রম করায় পরিবহন গ্রুপের সবাইকে ধন্যবাদ জানান মেয়র। এ সময় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।