ঢাকাবুধবার , ৬ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সেবা প্রার্থীদের হয়রানি না করতে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

অনলাইন ভার্সন
ফেব্রুয়ারি ৬, ২০১৯ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: সেবা প্রার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সে জন্যে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ।
পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে আজ বুধবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, জনগণকে হয়রানি মুক্ত সেবা নিশ্চিত করতে সেবা প্রার্থীদের

প্রয়োজনীয় আইনি সহায়তা ও পরামর্শ দানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পুলিশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবা প্রদান করবে।
গত সোমবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ‘পুলিশ সপ্তাহ-২০১৯’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও একই নির্দেশ দেন। এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য বিষয় ‘পুলিশ-জনতা ঐক্য গড়ি, মাদক-জঙ্গি নির্মূল করি’।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।