খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ডোবায় মাছধরাকে কেন্দ্র করে সংঘর্ষে সফু মিয়া (৩৮) নামে এক যুবক নিহত ও কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দপুর সাহার পাড়া ইউনিয়নের উলুচন্দ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সফু মিয়া উলুচন্দ গ্রামের মৃত তবারক উল্লাহর ছেলে।
এ ঘটনায় আবন মিয়া (৫০), আবদুস সামাদ চৌধুরী (৫৮), অখিল মিয়া (২৮) ও কিবরিয়া (২২) নামে চারজনকে আটক করেছে পুলিশ।
সংঘর্ষে আহতদের মধ্যে পাঁচজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, ডোবায় মাছধরাকে কেন্দ্র করে নিহত সফু মিয়ার বড় ভাই রাজা মিয়ার সঙ্গে একই গ্রামের প্রবাসী জাবেদ আহমদের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ বেলা সাড়ে ১১টার দিকে উভয়পক্ষ একসঙ্গে ডোবায় মাছ ধরতে গেলে সংঘর্ষ বাঁধে। এসময় জাবেদ আহমদের লোকজন কয়েক রাউন্ড গুলি করে। এতে সফু মিয়া গুলিবিদ্ধ হন। পরে সফু মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে কার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে
খবর২৪ঘণ্টা.কম/নজ