খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটের কানাইঘাট লোভাছড়া কোয়ারিতে পাথর চাপায় ফরমান উল্লাহ (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে লোভাছড়া হানই মিয়ার কোয়ারিতে পাথর উত্তোলন কালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরমান উল্লাহ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার খাইল্লা গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোভাছড়ার পাশে একটি বস্তি থেকে পাথর উত্তোলনের কাজ করতেন ফরমান উল্লাহ। সকালে অন্য শ্রমিকদের সঙ্গে কাজে নামেন তিনি। এসময় পাথর কোয়ারিতে মাটি ধসে তিনি আহত হন। গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার (এসআই) সুমন চন্দ্র সরকার বলেন, রাতে বৃষ্টি হওয়াতে কোয়ারি এলাকার মাটি নরম হয়ে যায়। ঘটনার সময় হানই মিয়ার কোয়ারিতে পাথর তুলতে গিয়ে প্রাণ হারান ফরমান উল্লাহ।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে হত্যা মামলা করা হবে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ