খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটের বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে সোহেল আহমদ (২০) নামে এক শ্রমিক।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুলুমছড়াপাড় গোচর এলাকার সৃষ্ট সজিব মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আহমদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সরকারি জমির মালিকানা ওই কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিলো শ্রমিকরা। এ সময় কোয়ারি ধসে পাথর চাপা পড়ে মারা যান সোহেল।
স্থানীয় রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় পাথর উত্তোলন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, শ্রমিক নিহতের খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাথর উত্তোলন করতে গিয়ে চাপা পড়ে ওই শ্রমিক মারা যায়।
গত ২৮ জানুয়ারি দুপুরে বিছনাকান্দিতে সরকারি জমিতে পাথর উত্তোলনের সময় ভূমিধসে আলী নুর নামে এক শ্রমিক নিহত ও সাতজন আহত হন।
খবর২৪ঘণ্টা.কম/নজ