খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেপিন টিলায় আব্দুল হান্নানের গর্তে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর উল্টে ফারুক মিয়া (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটলে দ্রুত মরদেহ গুম করে ফেলেন গর্তের মালিক। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার দারগাখালি নিহতের গ্রামের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে।
এর আগে গত ২০ জানুয়ারি শাহ আরপিন টিলায় পাথরখেকো শামিমের গর্তে মাটিচাপায় সাদিক মিয়া নামে এক শ্রমিক নিহত হন।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ফারুকের মরদেহ তার গ্রামের বাড়ি থেকে উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ