খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেট নগরের মীরাবাজারে মালবাহী ট্রাকচাপায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় মীরাবাজারের দাদাপীর মাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে টিলাগড়গামী ট্রাকটি সিলেট থেকে ছেড়ে এসে মীরাবাজার দাদাপীর মাজার এলাকায় পৌঁছালে এক বৃদ্ধকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। এলাকাবাসী এগিলে এলে ট্রাকটির চালক ও সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ