খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: সিলেটে আল আমিন (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রকে অপহরণের পর হত্যা করা হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, গত শনিবার আল আমিনকে ‘অপহরণ’ করা হয়েছিল তার বাবার অভিযোগ। এ ঘটনার অপহরণ মামলায় আল আমিনের দুলাভাই ফয়সল আহমদকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
আল আমিন সিলেট নগরীর শেখঘাট ভাঙ্গাটিকরপাড়ার ৩নং বাসার নুরুল ইসলাম টুটুলের ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল ওয়াহাব জানান, রবিবার বিকাল ৫টার দিকে খাদিমপাড়া চা বাগান এলাকা থেকে আল আমিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিনের দুলাভাই ফয়সল আহমদকে আটক করা হয়েছে। পরে নিহতের বাবার অপহরণ মামলায় ফয়সলকে গ্রেফতার দেখানো হয়েছে।
নগরীর কোতোয়ালী থানায় রবিবার আল আমিনের বাবা নুরুল ইসলাম টুটুলের দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা যায়, সিলেটের মোগলাবাজার থানার সিলাম টিকরপাড়ার মৃত লাল মিয়ার ছেলে ফয়সল আহমদ তার (টুটুল) মেয়ে আয়েশা আক্তারের স্বামী। ফয়সল ‘খুবই বাজে স্বভাবের লোক’। আয়েশাকে প্রায়ই নির্যাতন করতেন ফয়সল। গত ২০-২৫ দিন ধরে আয়েশা বাবার বাড়িতে থাকায় ফয়সল তার (টুটুল) ছেলেমেয়েদের ‘হত্যা ও অপহরণের হুমকি’ দিচ্ছিলেন। শনিবার সকাল ১১টার দিকে নুরুল ইসলাম টুটুলের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কৌশলে বেড়ানোর কথা বলে আল আমিনকে ‘অপহরণ করে’ অজ্ঞাত স্থানে নিয়ে যান ফয়সল আহমদ।
খবর২৪ঘণ্টা.কম/রখ