খবর ২৪ঘণ্টা ডেস্ক: সাতক্ষীরায় প্রেমিকা শিল্পী মণ্ডলের মৃত্যুর খবর শুনে আত্মহত্যা করেছে প্রেমিক সুজয় সরকার।
শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার মহাদেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
আত্মহননকারী কিশোরী শিল্পী মণ্ডল ওই গ্রামের বিষ্ণুপদ সরকারের মেয়ে ও সুজয় সরকার একই গ্রামের গনেশ সরকারের ছেলে।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ৮টার দিকে শিল্পী মণ্ডলকে সুজয় সরকারের সাথে প্রেম করার কারণে বকাবকি করে তার অন্যত্র বিয়ে দেওয়া হচ্ছে বলে জানিয়ে দেয় পরিবারের লোকজন। এ ঘটনায় অভিমান করে রাত ৯টার দিকে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শিল্পি মণ্ডল (১২)।
এদিকে প্রেমিকা শিল্পী মণ্ডলের মৃত্যুর খবর শুনে ওই রাতেই নিজ বাড়ির পাশের একটি গাছে দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সুজয় সরকার (১৮)।
খবর ২৪ঘণ্টা/ নই