ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা

khobor
জুন ৩, ২০২০ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দুরপাল্লার কোচ কাউন্টারে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পর ২ জুন মঙ্গলবার বিকেল ৪ টা থেকে রাত পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে সত্যতা দেখে ভ্রাম্যমান আদালত বসিয়ে কয়েকটি কোচ কাউন্টারের জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা ।
জানা যায়, শেরপুর উপজেলার ঢাকা বাস টার্মিনালে নামিদামি কোম্পানীর কোচ কাউন্টারে বিভিন্ন জায়গায় যাওয়া যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত পুর্বের ভাড়ার চেয়ে ৬০ ভাগ অতিরিক্ত ভাড়া নেয়ার কথা থাকলেও কিছু অসাধু কোম্পানীর কাউন্টারগুলো যাত্রীদের কাছ থেকে আরো বেশী ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব জামশেদ আলাম রানা ভ্রাম্যমান আদালত বসিয়ে যাত্রিদের অভিযোগের ভিত্তিতে বেশি ভাড়া আদায়ের দায়ে তিনি শ্যামলী এন আর ট্রাভেলসের কাউন্টারের কর্মচারীকে ৩০০০ টাকা, শাহফতেহ আলী পরিবহনের কাউন্টার কর্মচারীকে ২০০০ টাকা জরিমানা করেন। এবং নওগাঁ থেকে আগত শাহফতেহ আলী পরিবহনের একটি বাসের যাত্রীদের সাথে কথা বলে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে জানতে পারেন এবং ঘটনাস্থলে তাদেরকে বাড়তি ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।