ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

khobor
এপ্রিল ৯, ২০২০ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীর ইসলাম, শেরপুর(বগুড়া)প্রতিনিধি: ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবেলায় বগুড়ার শেরপুর-ধুনট উপজেলার কর্মহীন হতদরিদ্র প্রায় ৭ শতাধিক পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ ডেপুটি এ্যার্টনী জেনারেল, বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড জান্নাতুন ফেরদৌস রূপা।
৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ধুনট উপজেলার নিজ বাসভবন(চৌকিবাড়ী) গ্রাম থেকে ও শেরপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পপি রানী সাহা, ধুনট উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কুদরত-ই খুদা জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি মতিউর রহমান, চৌকিবাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হাসান আহম্মেদ জেমস্ মল্লিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি ফজলুল হক মিলন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হবিবর রহমান হবি, মথুরাপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি শিপন সেখ প্রমুখ। অপরদিকে বিকালে এ্যাড জান্নাতুন ফেরদৌস রূপা তার সহযোগীদের মাধ্যমে শেরপুর শহরের বিভিন্ন পাড়া মহল্লায় কর্মহীন পরিবারের বাড়ীতে গিয়ে গিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।