ঢাকাবুধবার , ৮ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে আদেশ অমান্য করায় হোটেলেকে জরিমানা

khobor
এপ্রিল ৮, ২০২০ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি আদেশ অমান্য করায় বগুড়ার শেরপুরে বাসস্ট্যান্ড এলাকায় সাউদিয়া এ্যারাবিয়ান নাইটস (মিনি চাইনজি রেস্টুরেন্ট) কে ৮ এপ্রিল বুধবার দুপুরে টাস্কফোর্সের ভ্রাম্যমান আদালত বসিয়ে অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি আদেশ অমান্য করে হোটেল খোলা রেখে সংক্রামক রোগ বিস্তার ঘটতে সহায়তা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে খাবার পরিবেশন করে। এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ ও সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানাসহ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে সেখানে উপস্থিত হয়ে সাউদিয়া হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে সহায়তা করে শেরপুর থানা ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

খবর২৪ঘন্টা/নই

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।