সবার আগে.সর্বশেষ  
ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ার ২৬ বাংলাদেশী হত্যায় অভিযুক্ত খুনি ড্রোন হামলায় নিহত

Abir k24
জুন ৩, ২০২০ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় ২৬ বাংলাদেশী ও চার জন আফ্রিকানসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যায় ‘মূল হোতা’ বলে অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই নিহত হয়েছেন। খালেদ আল-মিশাই মঙ্গলবার দেশটির ঘড়িয়ান শহরে লিবিয়ার বিমানবাহিনীর একটি ড্রোন হামলায় নিহত হন। মঙ্গলবার লিবিয়ার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে এই ড্রোন হামলার ঘটনা ঘটে।

লিবিয়ান অবজারভেটরি এই তথ্য নিশ্চিত করে বুধবার টুইট করে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লিবিয়ায় ২৬ বাংলাদেশী ও চার জন আফ্রিকানসহ ৩০ জনকে নির্বিচারে গুলি করে হত্যায় ‘মূল হোতা’ বলে অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। দেশটির রাজধানী ত্রিপোলিসহ অনেক এলাকা জাতিসঙ্ঘ-স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের (জিএনএ) নিয়ন্ত্রণে থাকলেও বেনগাজীসহ অনেক তেলসমৃদ্ধ এলাকা খলিফা হাফতারের বাহিনীর দখলে রয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়ার মিজদা শহরে ২৬ বাংলাদেশীসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। খবর২৪ঘন্টা / এবি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।