ঢাকারবিবার , ১৬ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বিএনপি নেতাকে তুলে নেয়ার অভিযোগ

অনলাইন ভার্সন
জুন ১৬, ২০১৯ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনকে তার নিজের বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার মধ্য রাতে রাজধানীর শান্তিনগর থেকে র‌্যাবের সদস্যরা তাকে তুলে নিয়ে যায় বলে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন।

মামুনের পরিবারের বরাত দিয়ে রিজভী গণমাধ্যমকে জানান, রাত ১১টার দিকে র‌্যাবের পোশাকপরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে (মামুন) বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি অবিলম্বে মামুনকে নিঃশর্তে ফিরিয়ে দেয়ার দাবি জানান।

এছাড়া বিএনপি ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি একেএম মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, বিএনপি নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হকসহ বেশ কয়েক নেতার বাসায় তল্লাশি চালানো হয়। তাদের না পেয়ে বাসায় ভাংচুর করা হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

পল্টন থানার ওসি মাহমুদুল হাসান নয়ন বলেন, হাসান মামুনকে তুলে নিয়ে যাওয়ার কোনো অভিযোগ তারা পাননি। এছাড়া তাকে গ্রেপ্তারের খবরও তার কাছে নেই বলে জানান।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।