সবার আগে.সর্বশেষ  
ঢাকাশুক্রবার , ৮ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাম মন্দির-বাবরি মসজিদ মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

অনলাইন ভার্সন
মার্চ ৮, ২০১৯ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক:রাম মন্দির-বাবরি মসজিদ মামলায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। এই মামলায় মধ্যস্থতা করার কথা জানাল শীর্ষ আদালত। তিন সদস্যের মধ্যস্থতাকারীর প্যানেল তৈরি করা হয়েছে।

শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়েছে।

তিনজনের প্যানেলে থাকছেন শ্রী শ্রী রবিশঙ্কর, শ্রীরাম পঞ্চু ও সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এফএম কালিফুল্লা।

এই মধ্যস্থতার পুরো কাজটি হবে একেবারে গোপনে। সেখানে কোনও সংবাদমাধ্যমের প্রবেশের অনুমতি থাকবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। ফইজাবাদে হবে সেই মধ্যস্থতার কাজ।

অযোধ্যার ২.৭৭ একর জমি জুড়েই এই বিতর্ক। যেখানে মুঘল সম্রাট বাবরের আমলে একটি মসজিদ তৈরি করা হয়েছিল। সেটাই বাবরি মসজিদ নামে পরিচিত হয়। হিন্দুত্ববাদীদের দাবি ছিল এই মন্দির আসলে রাম জন্মভূমির উপর তৈরি হওয়া প্রাচীন হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষের উপরেই তৈরি হয়েছিল।

১৯৯২ -তে সেই মসজিদ ভেঙে দেওয়া হয়। সেখানে নতুন করে রাম মন্দির তৈরির দাবি ওঠে। হিন্দুত্ববাদীদের দাবি, অবিলম্বেই সেখানে মন্দির তৈরি করতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।