ঢাকাবুধবার , ৩১ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৯ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি

omor faruk
জুলাই ৩১, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় নতুন ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত মোট ১৯ জন নতুন রোগী ভর্তি হয়। এরমধ্যে বুধবার চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান ৭ জন রোগী। এ পর্যন্ত হাসপাতালে ৮১ জন রোগী ভর্তি হয়। ৮১ জনের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফেরে যান ৩৭ জন ডেঙ্গু রোগী। হাসপাতালে যেসব ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন, তারা রাজশাহী জেলার আশেপাশের এবং নাটোর, চাঁপাই ও বগুড়া জেলার

রয়েছেন। এদের মধ্যে অনেকে ঢাকাসহ বিভিন্ন শহরে পড়াশোনা করেন। রাজশাহীর বিভিন্ন উপজেলার ডেঙ্গু রোগী ভর্তি হলেও শহরের এখন পর্যন্ত কেউ ভর্তি হয়নি।
এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, ২৪ ঘন্টায় নতুন ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বুধবার ছুটি নিয়েছেন ৭ জন। মোট ৮১ জনের মধ্যে ৩৭ জনের ছুটি হয়েছে। কেউ ডেঙ্গু রোগী নিশ্চিত হলে ভর্তি

হলে তার চিকিৎসা ফ্রি। আর কেউ নির্নয় করতে চাইলে মাত্র ২৫০ টাকার বিনিময়ে করতে পারবে। ভর্তি রোগীদের মধ্যে রাজশাহীর আশেপাশের জেলা ও উপজেলার রোগী রয়েছে। ২৫ নং ওয়ার্ডকে পুরো ডেঙ্গু ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।