ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালে আরো নতুন ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি, দু’জন আইসিইউতে

omor faruk
আগস্ট ১, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় আরো ১১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত নতুন ১১ জন রোগী ভর্তি হয়। এরমধ্যে একজন রাজশাহীর সাংবাদিক রয়েছেন। বুধবার চিকিৎসা শেষে ছুটি নিয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। মোট চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৪৪ জন রোগী। চিকিৎসাধীন রোগীদের মধ্যে দুই ডেঙ্গু রোগী হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিট আইসিইউতে চিকিৎসাধীন

রয়েছেন। এরা হলেন, আকিফুন্নাহার (৬৫) ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিমুল (১৮)। আকিফুন্নাহারের স্বামী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর তিনি গুরুতর অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শিমুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে। তিনি রাজধানী ঢাকার পান্থপথ এলাকার একটি বেসরকারী বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করছেন। ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত হলে তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা হয়। প্রতিদিন হাসপাতালে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলা থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

হচ্ছেন। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এ কারণে হাসপাতালে পৃথক একটি ডেঙ্গু কর্নার করা হয়েছে। ডেঙ্গু কর্নার ছাড়াও হাসপাতালের ২৫ নং পুরো ওয়ার্ডটি ডেঙ্গু রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ইসলাম বলেন, এ পর্যন্ত রামেক হাসপাতালে মোট ৯২ জন রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৮ জন। আর ৪৪ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর বৃহস্পতিবার ছুটি নিয়েছেন ১৫ জন রোগী। ৪৮ জনের মধ্যে দুইজন রোগী

আইসিইউতে রয়েছেন। একজন বয়স্ক নারী। যার স্বামী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর একজন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেও ঢাকাতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রাজশাহীতে আসে। ডেঙ্গু রোগ থেকে বাঁচার জন্য বাড়ির আশেপাশে যাতে পরিস্কার পানি জমে না থাকতে পারে, ছাদের ফুলের টবে যাতে পানি বা জঙ্গল হয়ে না থাকে সেসব সার্বিক বিষয়ে নজর রাখার পরামর্শ দেন। এ ছাড়াও চারদিনের মধ্যে ডেঙ্গু রোগী চিকিৎসা নিলে ভালো হয়। ভয়ের কোন কারণ নেই বলে তিনি জানান।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।