ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালের ৭ চিকিৎসকসহ আরো ৫৭ জন করোনা পজিটিভ

omor faruk
জুন ৩০, ২০২০ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসকসহ আরো ৫৭ জন করোনা পজেটিভ হয়েছেন। আজ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পিসি আর ল্যাবে ১৯৭টি নমুনা পরীক্ষা করে ৫৭ জন পজিটিভ হন। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা আক্রান্তরা হলেন, রামেক হাসপাতালের চিকিৎসক রাফা, তার ছেলে আরাফ, তার পরিবারের ফাতেমা, আকলেমা, ডা. শারমিন, ডা. মমিনুল, নার্স আসমাতুন, ডা. নাফিসা, ডা. নুসরাত জাহান, রেকর্ড রুমের বাসিরুন্নেসা, কম্পিউটার ল্যাবের রওশন, নজরুল, মিরা, ফরিদা, শাহিন, রেজাউল, শাহানাজ, শাহাদাত, মরিয়ম, রাসেল কুমার,

ডা. ময়েজ উদ্দিন, ডা. বিমল কুমার, কামরুল, নাজমা, আব্বাস, নাসিরা, রায়হা, সংকর, জালাল, সুলতা, জহির, মনির, জাহান, রুবেল, কৃষ্ণ, তাসিন, কামরুজ্জামান, ইফাত , হাবিবুর, নুর, মনিরা, মুস্তাফিজুর, সামসিয়া, আফজাল, ফারজানা, হেলাল, মনোয়ারা, শামিমুল৷ শহিদুল, তাহমিদ, হানি, দেলোয়ার, আসরাফুল, মিজানু, আনিসুর ও মিজানুর।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।