সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রামেক হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৪২ জন কোয়ারেন্টাইনে

omor faruk
এপ্রিল ২১, ২০২০ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসাধীন রোগীর করোনা পজিটিভ হওয়ার পর ২১ জন চিকিৎসক, ১২ জন নার্স ও ৯ জন কর্মচারীসহ মোট ৪২ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। এছাড়াও একটি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম বলেন, রামেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১ জন রোগী ভর্তি হয়। তাকে সাধারণভাবে

চিকিৎসা দেয়া হয়। তার তেমন কোনো লক্ষণ ছিল না। তারপরও তার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এরপর তার সংস্পর্শে আসা চিকিৎসক-নার্স ও কর্মচারীসহ ৪২ জনকে হোম কোয়ারেন্টাইনে করেন পাঠানো হয়। এছাড়া ওয়ার্ড লকডাউন করা হয়েছে। রামেকে করোনা নিয়ে চিকিৎসাধীন রোগীর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তার বয়স প্রায় ৮০ বছর।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।