ঢাকামঙ্গলবার , ৩০ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বোর্ডে এসএসসির পুননিরীক্ষণে ২৫২ জনের ফল পরিবর্তন

omor faruk
জুন ৩০, ২০২০ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পুননিরীক্ষণে ২৫২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। উত্তরপত্র পুননিরীক্ষণে জন্য রাজশাহী বোর্ডে আবেদন ২০ হাজার। আর উত্তরপত্র ছিল ৪৪ হাজার। ২০ হাজার আবেদনকারীর মধ্যে মাত্র ২৫২ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। আর অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে ৩৫ জন শিক্ষার্থী। এর আগে তারা অকৃতকার্য হয়েছিল। এ তথ্য নিশ্চিত করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, এসএসসির ফলাফল পুননিরীক্ষণে মোট ২৫৩ জনের

ফল পরিবর্তন হয়েছে। পুননিরীক্ষণের জন্য আবেদন করেছিল ২০ হাজার পরীক্ষার্থী। আর উত্তরপত্র ছিল ৪৪ হাজার। পুননিরীক্ষণে ৩৫ জন পরীক্ষার্থী অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ মে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল ঘোষণা করা হয়। রাজশাহী বোর্ডে পাশের হার ছিল ৯০ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২৬ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।