ঢাকামঙ্গলবার , ২৭ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে ৮০ হাজার ছাড়াল করোনা শনাক্তের সংখ্যা, মৃত্যু ১২৬৭

khobor
জুলাই ২৭, ২০২১ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগের ৮টি জেলায় ৮০ হাজার ছাড়িয়েছে করোনা ভাইরাস শনাক্তের সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮৮১ জনের করোনা শনাক্ত ও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮০ হাজার ৮৪ জন। এদিন গত দিনের থেকে ২৭ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১২৬৭ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৮৪ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৮ হাজার ৬৯৮ জন। বাঘা উপজেলায় ৫৬৭ জন, চারঘাট উপজেলায় ৬৪৭ জন, পুঠিয়া উপজেলায় ৫৯৭ জন, দুর্গাপুর উপজেলায় ৪৮১ জন, বাগমারা উপজেলায় ৪৩৬ জন, মোহনপুর উপজেলায় ৩৪৭ জন, তানোর উপজেলায় ৩৮৩ জন, পবা উপজেলায় ৫৮৫ জন ও গোদাগাড়ীতে ৪৩২ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৯ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। রাজশাহী জেলায় করোনায় মোট ১৯১ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৮৮১ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৮০ হাজার ৮৪ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১২৬৭ জনের। এদিন নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৫৬ হাজার ৬৫৮ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ২৩ হাজার ১৮৪ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৮৫০ জন, নওগাঁ ৫৮০৭ জন, নাটোর ৬৫৪৪ জন, জয়পুরহাট ৪১১৯ জন, বগুড়া জেলায় ১৮ হাজার ২৯৯ জন, সিরাজগঞ্জ ৭৭১৭ জন ও পাবনা জেলায় ৯৪২২ জন। মৃত্যু হওয়া ১২৬৭ জনের মধ্যে রাজশাহী জেলায় ২৩৪ জন, চাঁপাইনবাগঞ্জে ১৩৭ জন, নওগাঁ ১১৬ জন, নাটোর ১০৬ জন, জয়পুরহাট ৪৯ জন, বগুড়া ৫৩৩ জন, সিরাজগঞ্জ ৫৮ জন ও পাবনায় ৩৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯৮ হাজার ৮৮১ জন।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।