সবার আগে.সর্বশেষ  
ঢাকারবিবার , ২৯ নভেম্বর ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে করোনায় ১ জনের মৃত্যু, জেলায় শনাক্ত ১৫

khobor
নভেম্বর ২৯, ২০২০ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলায় নতুন করে ১৫ জন ও বিভাগে আরো ৯০ জনের করোনা ভাইরাস কোভিড-১৯ শনাক্ত হয়েছে। বিভাগের ৮টি জেলায় গতদিনের তুলনায় ২২ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজশাহী জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৯ জন। রাজশাহী জেলায় গতদিনের তুলনায় কম করোনা শনাক্ত হয়েছে। জেলায় মারা গেছে ৫১ জন। শনাক্তের বেশির ভাগ মহানগর এলাকার। এরমধ্যে রাজশাহী মহানগর এলাকায় ৪০৮১ জন, বাঘা উপজেলায় ১৭৫ জন, চারঘাট উপজেলায় ১৭৫ জন, পুঠিয়া উপজেলায় ১৪৫ জন, দুর্গাপুর উপজেলায় ৮৬ জন, বাগমারা উপজেলায় ১২১ জন, মোহনপুর উপজেলায় ১৩৯ জন, তানোর উপজেলায় ১১৯ জন, পবা উপজেলায় ৩১৫ জন ও গোদাগাড়ীতে ১৪৩ জন। জেলার ৯টি উপজেলায় ১৪১৮ জন শনাক্ত হয়েছে।

রাজশাহী বিভাগ : বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনা শনাক্ত হয়েছে ৯০ জনের। এদিন নতুন করে কারো মৃত্যু হয়নি। করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ২২ হাজার ৫৮১ জনে। শনাক্তের মধ্যে ২০ হাজার ৭৮২ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৫৪৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জ ৮০৬ জন, নওগাঁ ১৪১৩ জন, নাটোর ১১৩১ জন, জয়পুরহাট ১২০৩ জন, বগুড়া জেলায় ৮ হাজার ৮০১ জন, সিরাজগঞ্জ ২৩৭৬ জন ও পাবনা জেলায় ১৩৫২ জন। মৃত্যু হওয়া ৪৪০ জনের মধ্যে রাজশাহী ৫১ জন, চাঁপাইনবাগঞ্জে ১৪ জন, নওগাঁ ২৪ জন, নাটোর ১২ জন, জয়পুরহাট ৭ জন, বগুড়া ২০৮ জন, সিরাজগঞ্জ ১৪ জন ও পাবনায় ১০ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৬২ হাজার ৫৩২ জন।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।