ঢাকাশুক্রবার , ৯ জুলাই ২০২১
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল

khobor
জুলাই ৯, ২০২১ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিভাগের ৮টি জেলায় করোনা ভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা হাজার জন ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২২ জনের মৃত্যু হয়। এনিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১০২০ জনে। আর শনাক্ত হয়েছে ১২৯৫ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৪ হাজার ৬৪১ জন। নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। এদিন গত দিনের থেকে ২৯১ জনের বেশি করোনা শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আর মোট মৃত্যু হয়েছে ১০২০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬১৩ জনের। শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ১৫ হাজার ৭৫৮ জন। বাঘা উপজেলায় ৪৬০ জন, চারঘাট উপজেলায় ৫৪১ জন, পুঠিয়া উপজেলায় ৪৯৫ জন, দুর্গাপুর উপজেলায় ৪১৬ জন, বাগমারা উপজেলায় ৩৮৯ জন, মোহনপুর উপজেলায় ৩১৭ জন, তানোর উপজেলায় ৩৫৬ জন, পবা উপজেলায় ৫০২ জন ও গোদাগাড়ীতে ৩৭৭ জন। রাজশাহী জেলায় শনাক্তের হার ১৭ শতাংশ। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে। জেলায় মৃত্যু হয়েছে ১৭১ জনের।

রাজশাহী বিভাগ : রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ১২৯৫ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৬৪ হাজার ৬৪১ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১০২০ জনের। এদিন নতুন করে ২২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪৪ হাজার ৪৩১ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ১৯ হাজার ৬১৩ জন, চাঁপাইনবাবগঞ্জ ৪৪৬৩ জন, নওগাঁ ৫০৭৫ জন, নাটোর ৪৮৯১ জন, জয়পুরহাট ৩৭৯২ জন, বগুড়া জেলায় ১৫ হাজার ৪২৭ জন, সিরাজগঞ্জ ৫৩০১ জন ও পাবনা জেলায় ৬৩৪৩ জন। মৃত্যু হওয়া ১০২০ জনের মধ্যে রাজশাহী ১৮৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১২১ জন, নওগাঁ ৯৯ জন, নাটোর ৬৫ জন, জয়পুরহাট ৩৮ জন, বগুড়া ৪৫৩ জন, সিরাজগঞ্জ ৩০ জন ও পাবনায় ২৭ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৯০ হাজার ৫০১ জন।

এস/আর

 

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।