ঢাকারবিবার , ৩ ফেব্রুয়ারি ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কালচারাল একাডেমিতে ৫ দিনব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

omor faruk
ফেব্রুয়ারি ৩, ২০১৯ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমিতে ৫দিনব্যাপি জাতীয় শুদ্ধাচার কৌশল বিয়ষক প্রশিক্ষণ রোববার সকালে উদ্বোধন করা হয়। একাডেমির লাইব্রেরী কাম সুভেনির সপ রুমে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক ও কালাচারাল একাডেমির উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসয়য়ে উপস্থিত দেওপাড়া ইউনিয়ন পরিষদের নারী সংরক্ষিত আসনের সদস্য কস্তান্তিনা হাঁসদা ও একাডেমির প্রশিক্ষণ কমকর্তা মানুয়েল সরেনসহ

একাডেমির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আদিবাসী প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। সাত তারিখ পর্যন্ত প্রশিক্ষণে দূর্যোগ ব্যবস্থাপনা, তথ্য অধিকার আইন, নাগরীক সেবার উদ্ভাবন, অফিস ব্যবস্থা ও জাতীয় শুদ্ধাচার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন কালচারাল একাডেমির উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন। প্রশিক্ষণে স্কুল ও কলেজের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সমাজ সেবক, স্কাউট ও একাডেমির কর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহন করছেন।

খবর ২৪ ঘণ্টা/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।