ঢাকাসোমবার , ২০ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কলেজের পূর্ণমিলনী-২০১৯ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

omor faruk
মে ২০, ২০১৯ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই পূর্ণমিলনী-২০১৯ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ সোমবার দুপুরে রাজশাহী কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী কলেজ ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ কলেজের পড়েছেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানসহ অনেক গুনী মানুষ। এই কলেজের শিক্ষার্থীরা দেশ ও জাতীর কল্যানে কাজ করেছেন,

এখনো করে যাচ্ছেন। পরিস্কার-পরিচ্ছন্নতায় এই কলেজে সেরা।রাজশাহী কলেজ অধ্যক্ষ হবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা পর্বের আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর উড়ানো হয় বেলুন।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।