ঢাকাসোমবার , ২৪ জুন ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী এসওএস শিশু পল্লীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী

omor faruk
জুন ২৪, ২০১৯ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় শিশুদের কল্যানে কাজ করছেন। নানাভাবে অসহায় শিশুদের সহযোগিতা করছে সরকার। আজ সোমবার সন্ধ্যায় রাজশাহী এসওএস শিশু পল্লীর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা ড. হারম্যান মেইনার এর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, এসওএস শিশু পল্লীতে শিশুরা চমৎকার পরিবেশে বড় হচ্ছে, তারা নিজ

কর্মক্ষেত্রেও যোগ্যতা-দক্ষতার পরিচয় দিচ্ছে। এসব শিশুদের দেখাশোনার দায়িত্ব আমাদের সকলের। আমরা তাদের কাঙ্খিত লক্ষে নিয়ে যেতে চাই। রাজশাহী এসওএস শিশু পল্লীর প্রকল্প পরিচালক বদরুল মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. রাজ্জাকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিরিন সুফিয়া খানম, রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ইলিয়াছ হোসেন, রাজশাহী

ক্যান্টনমেন্টের ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার মুুনির হোসেন, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ (পূর্ব) এর সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেক প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র খায়রুজ্জামান লিটন এবং বিশেষ অতিথি রাজ্জাকুল ইসলামকে রাজশাহী এসওএস শিশু পল্লীর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে রাজশাহী এসওএস শিশু পল্লীর শিশুদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে।

এস/আর

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।