ঢাকাশুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর রেলগেটে যাত্রী নামিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে বাস!

omor faruk
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্চ থেকে রাজশাহী শিরোইল বাস টার্মিনালে যাত্রী নিয়ে আসা যাত্রীবাহী বাসগুলো নগরীর রেলগেটে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়ার পর রাস্তার উপরই দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময়। এ কারণে ওই রাস্তায় যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। দুর্ঘটনা রোধে চালক ও পথচারীদের সচেতনতার কথা বলা হলেও কিছু চালকের উদাসীনতার কারণে নগরীর অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ এ এলাকায় ঘটে যেতে পারে দুর্ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে, দিনের বেলায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জগামী বাসগুলো রেলগেটের ফলের দোকানের সামনে যাত্রী নামিয়ে দিয়ে চলে গেলেও সন্ধ্যার পর যতগুলো বাস চলাচল করে তার প্রত্যেকটি গাড়ী শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) ফলের দোকানের

সামনে পৌঁছানের পর যাত্রী নামিয়ে দিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। এতে ওই রাস্তা দিয়ে চলাচলকারী অন্য বাস ও অন্যান্য যানবাহন চলাচলে সমস্যার সম্মুখীন হয়। বৃহত্তর রাস্তা হওয়া সত্বেও চালকরা রাস্তার উপর দাঁড়িয়ে থাকে। সন্ধ্যার পরে আসা প্রায় প্রত্যেকটি বাস প্রায় ১৫ থেকে ২০ মিনিট ওই রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে। অথচ রাস্তার বাম অনেক ফাঁকা জায়গা থাকে বাস দাঁড়ানোর মতো। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে (রেলগেট) ফলের দোকানের সামনে গিয়ে দেখা যায়, ওই রাস্তা দিয়ে চলাচলকারী চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী প্রত্যেকটি বাস যাত্রী নামিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকছে। আর রাস্তা দিয়ে আসা গাড়ীগুলো চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। নগরীর অন্যতম প্রধান সড়ক হওয়ায় ওই রাস্তা দিয়ে প্রচুর যানবাহন চলাচল করে। আর রিক্সা ও

ভ্যানসহ ছোট ছোট যানবাহনও অনেক সময় বাস দাঁড়িয়ে থাকার কারণে সমস্যার মধ্যে পড়ে।
রাস্তার পাশে ফাঁকা জায়গা থাকতে কেন রাস্তার উপর যাত্রী নামিয়ে বাস বন্ধ করে দাঁড় করিয়ে রেখেছেন এমন প্রশ্ন চালককে করা হলে হলে ওই বাস চালক বলেন, বেশি সময় থাকিনা কিছু সময় থাকি। এরপর তিনি বলেন বাধ্য হয়ে থাকি। তখন তাকে কেন বাধ্য হয়ে থাকেন এমন প্রশ্ন করলে তিনি বলেন, রেলগেট চলে আসলে যাত্রীরা বলেন, চলে এসেছি নামিয়ে দেন। যাত্রী নামানোর পর রাস্তায় কেন দাঁড়িয়ে থাকেন ও যাত্রীরা রাস্তার উপর বাস দাঁড় করাতে বলেন নাকি এমন প্রশ্ন করা হলে তিনি চুপ ছিলেন।
বাহাদুর নামের এক রিক্সা চালক বলেন, সন্ধ্যার পর থেকে এ রাস্তা দিয়ে আসা প্রত্যেকটা বাস রাস্তার পর দাঁড়িয়ে থাকতে দেখি। অথচ পাশে ফাঁকা জায়গা থাকে। অনেক সময় বাসের পেছনে লেগে যাওয়ার মতো

অবস্থা হয়। ব্যবস্থা নেয়া উচিত। স্থানীয় একব্যক্তি নাম না প্রকাশ করার শর্তে বলেন, এভাবে রাস্তার উপর বাস দাঁড় করিয়ে রাখার কোন মানেই হয় না। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া উচিত। যাতে অন্যান্য যানবাহন রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা না হয়। অন্য আরেক ব্যক্তি বলেন, স্থায়ীভাবে এটি বন্ধ করা উচিত। যাতে কোন বাস দাঁড়িয়ে থাকতে না পারে।
এ বিষয়ে শুক্রবার সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের টিআই-১ মোফাক্কারুল ইসলাম বলেন, রাস্তায় বাস দাঁড় করিয়ে রাখার কোন সুযোগ নেই। বিষয়টি নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।