ঢাকাশুক্রবার , ১৩ ডিসেম্বর ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর বাজারে নতুন দেশি পেঁয়াজ, কেজিতে দাম কমেছে ১২০ টাকা!

khobor
ডিসেম্বর ১৩, ২০১৯ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সর্বকালের রেকর্ড ভেঙ্গে বেশি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজের দাম অবশেষে কমতে শুরু করেছে। রাজশাহী মহানগরসহ আশেপাশের বাজারে নতুন দেশি পেঁয়াজ উঠায় গত কয়েকদিনের তুলনায় কমতে শুরু করেছে। নয়া দেশি পেঁয়াজের দাম কমায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ট্রাকের সামনে ক্রেতাদের ভিড়ও কমেছে। অন্যান্য দিন টিসিবির ট্রাকের সামনে শত শত মানুষ দাঁড়ালেও গত বৃহস্পতিবার দেখা যায় খুব কম সংখ্যক ক্রেতার লাইন। পেঁয়াজের দাম কেজিতে ১০০ থেকে ১২০ টাকা

পর্যন্ত কমেছে। এখন রাজশাহী মহানগরীর বাজারগুলোতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা কেজি দরে। দাম কমায় আবার পূর্বের খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরা আবার পেঁয়াজ বিক্রি শুরু করেছেন। এখনো নিয়ন্ত্রণের মধ্যে না আসলেও দাম কমতে শুরু করেছে। খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাস ধরে সারাদেশের ন্যায় রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা-উপজেলায় পেঁয়াজের দাম বেড়ে ২৮০ টাকা কেজিতে উঠে। পাশের দেশ ভারত

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে রাতারাতি পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। সর্বশেষ স্বাভাবিক ৪৫ টাকা কেজি দরের পেঁয়াজের দাম উঠে সর্বোচ্চ ২৬০ টাকা থেকে ২৮০ টাকায়। কিছু অসাধু ব্যবসায়ী সি-িকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তির মধ্যে ফেলেন। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকদিন বাজার মনিটরিং করে নির্দেশনা দিলেও ব্যবসায়ীরা কর্ণপাত না করে বেশি দামেই বিক্রি করতে থাকে। এ নিয়ে ক্রেতাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছিল। গত সপ্তাহের শেষ দিক থেকে রাজশাহীসহ আশেপাশের বাজারগুলোতে নতুন দেশি পেঁয়াজ উঠতে শুরু করে। পেঁয়াজ উঠলেও সেই নতুন পেঁয়াজের দাম কেজিতে ২০০ থেকে ২২০

টাকায় বিক্রি হচ্ছিলো। কিন্ত গত ২/৩ দিন ধরে নতুন পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করে। সর্বশেষ বৃহস্পতিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৭০ থেকে ৮০ টাকায়। কবে শুক্রবার বরাবরে ন্যায় সবকিছুর দাম উর্দ্ধগতি থাকার কারণে এদিন আবার পেঁয়াজ বিক্রি হয় ১০০ টাকা কেজি। তারপরও ক্রেতারা পেঁয়াজ কিনেছেন। ট্রাকের সামনে তেমন ভিড় দেখা যায়নি। এভাবে দাম কমতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হতে পারে। শুক্রবার নগরীর কোর্ট স্টেশন ও হড়গ্রাম বাজার সরজমিনে গিয়ে দেখা

যায়, দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। আর কোন কোন দোকানে টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। তবে এ পেঁয়াজ খুব কম সংখ্যক ক্রেতাকে কিনতে দেখা যায়। সবজি কিনতে আসা রাহিম নামের এক ক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, দাম এখনো নিয়ন্ত্রণের মধ্যে না আসলেও পূর্বের তুলনায় কমে গেছে। এখন পেঁয়াজ কেনা যাবে। টিসিবির পেঁয়াজ কেনার প্রয়োজন পড়বে না। আরো বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা

হলে তারা সবাই একই মতামত ব্যক্ত করেন। পেঁয়াজ ব্যবসায়ীর সাথে কথা হলে তারা বলেন, পাইকারি বাজারে আমদানি বেশি হওয়ায় দাম কমতে শুরু করেছে। আমদানি বাড়লে আগামী কয়েকদিনের মধ্যেই পেঁয়াজের দাম স্বাভাবিক হয়ে যাবে। এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১০০ টাকায়। তবে এর আগের আরো কম দাম ছিল। শনিবার আবার পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা কেজি হতে পারে।
এদিকে, পেঁয়াজের দাম কিছুটা কমলেও কমেনি সবজির দাম। আলু, বেগুন, পটল, ফুলকপি, সিম, করলা, লাল শাক ও পোনকাসহ প্রত্যেকটি সবজির দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।