সবার আগে.সর্বশেষ  
ঢাকামঙ্গলবার , ১১ সেপ্টেম্বর ২০১৮
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীর কেমিকো ওষুধ ফ্যাক্টরীতে আগুন, ২০ লাখ টাকার ক্ষতি

omor faruk
সেপ্টেম্বর ১১, ২০১৮ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 
রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় অবস্থিত কেমিকো ওষুধ ফ্যাক্টরিতে আগুন লেগে বৈদুতিক ট্রান্সফরমার কক্ষ পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার বেলা পৌণে ১২টার দিকে কেমিকো ওষুধ কোম্পানীর নিজস্ব ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এ সময় কোম্পানীর কর্মকর্তা-কর্মচারীরা দৌড়ে বাইরে বের হয়ে যায় এবং তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ট্রান্সফরমার কক্ষটি পুড়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।এ বিষয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নুরুল হক বলেন, ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাদের ট্রান্সফরমার কক্ষটি পুড়ে গেছে। এ কারণে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছে। কম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেতো বলে তিনি আরো বলেন।

খবর২৪ঘণ্টা/এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।