ঢাকারবিবার , ২২ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১৩৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে

omor faruk
মার্চ ২২, ২০২০ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে বর্তমানে ১৩৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ও গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৬ হোম কোয়ারেন্টাইনে গেছে। রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. মহা. এনামুল হক স্বাক্ষরিত সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর সুস্থ্য হয়েছেন ১০ জন রোগী। সিভিল সার্জন কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে

জানানো হয়, রাজশাহী জেলায় গত ২৪ ঘণ্টায় মোট ৭৬ জন নতুন করে করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। আর সুস্থ্য হয়েছেন ১০ জন। বর্তামে ১৩৮ জন করোনা সন্দেহে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। উল্লেখ্য, রাজশাহীতে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে কয়েকদিন আগেই দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।