ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২০
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে সেনাবাহিনীর টহল শুরু

omor faruk
মার্চ ২৬, ২০২০ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে সেনাবাহিনীর টহল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেনাবাহিনী টহল শুরু করে । টহলের পাশাপাশি সেনা সদস্যরা মাইকিং করে সাধারণ মানুষকে অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করতে নিষেধ করছেন। হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকেও সহায়তা করছেন তারা।

সামাজিক দূরত্ব নিশ্চিত করার মাধ্যমে করোনার সংক্রমণ ঠেকাতে সেনা সদস্যরা মাঠে নেমেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলার দায়িত্বপ্রাপ্ত আর্মি অফিসার।

তিনি জানান, সেনাবাহিনীরা সাধারণ মানুষকে সতর্ক করছেন মাইকিং করেছে। করোনা প্রতিরোধে সচেতন করা ছাড়া বিকল্প নাই। উল্লেখ্য, মন্ত্রিপরিষদ সচিব বৈঠক শেষে সারাদেশে জেলা ও বিভাগীয় শহরগুলোতে করোনা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী

নামানোর ঘোষণা দেন। এরপর গত মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সাথে মিটিং করে নিজেদের করণীয় ঠিক করেন। এরপর আজ বৃহস্পতিবার থেকে তারা মাঠে নেমেছে।

এমকে

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।