সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ১১ মে ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে রোজায় ৩৫ টাকার তরমুজ ৭০ টাকা কেজি!

omor faruk
মে ১১, ২০১৯ ৩:১৯ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিবেদক :
আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের মাস পবিত্র মাহে রমজানের রোজাকে কেন্দ্র করে গ্রীষ্মের রসালো ফল হিসেবে পরিচিত তরমুজের দাম বেড়েই চলেছে। মাত্র সপ্তাহের ব্যবধানে ৩০ টাকা কেজি দরের তরমুজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। রোজাকে কেন্দ্র করে একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে চলেছেন। যদিও রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সাবধান করা হয়েছে। কিন্ত প্রশাসনের নজর এড়িয়ে ব্যবসায়ীরা রোজায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। প্রতিনিয়তই যেন সবজিসহ সবকিছুর দাম বাড়ছে। তারপরও এরা শাস্তির আওতায় আসছে না। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রীষ্মের শুরুর দিকে যখন রাজশাহীর বাজারে তরমুজ আসে তখন ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। এরপর কিছুদিন এমন দামেই বিক্রি হচ্ছিল তরমুজ। রোজার কয়েকদিন আগে থেকেই

তরমুজের দাম বাড়া শুরু করে। তরমুজের দাম বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা কেজিতে। ইফতারি আয়োজনে রসালো এই ফলটি রাখেন রোজাদাররা। কিন্তু দামের কারণে সমাজের সব শ্রেণীর মানুষের দ্বারা তরমুজ কেনা সম্ভব হচ্ছেনা। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে রসালো ফল তরমুজের দাম। বিশেষ করে রোজা শুরু হওয়ার পর থেকে অন্যান্য ফলের পাশপাশি তরমুজের চাহিদাও বেড়েছে। রোজাদারদের চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন। একটু স্বস্তি পেতে বেশি দাম দিয়েই বিত্তবানরা তরমুজ কিনছেন। কিন্ত কম আয়ের মানুষ তরমুজ কিনতে পারছেন না। রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব বাজারেই তরমুজের দামের চিত্র একই। ছোট তরমুজ ২ থেকে ৩ কেজি ওজনেরগুলোই বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজিতে। আর বড় তরমুজ অর্থাৎ ৫ কেজির ওপরে ওজনের তরমুজের দাম কেজি প্রতি ৭০ থেকে ৭৫ টাকা। দাম শুনেই অনেকে দোকান থেকে চলে যাচ্ছে। কেনার সামর্থ্য না

থাকায় অনেকেই এই ফলটি কিনতে পারছেন না। রাজশাহীর কোর্ট বাজারে তরমুজ কিনতে আসা একব্যক্তির সাথে কথা হলে তিনি বলেন, এসেছিলাম তরমুজ কিনতে। কিন্ত দাম বেশি হওয়ায় কেনা সম্ভব হচ্ছেনা। হঠাৎ করে অনেক বেশি দাম বেড়ে গেছে। এসব ব্যবসায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিও জানান তিনি। তবে এক তরমুজ বিক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে দাম বেশি ধরা হচ্ছে। কম দামে কিনতে পারলে কম দামেই বিক্রি করা হয়। এখন পাইকারি বাজারেই দাম বেশি। ইচ্ছা করে তরমুজের দাম বাড়ানো হয়নি।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।