ঢাকামঙ্গলবার , ৬ আগস্ট ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে নিহত কলেজ ছাত্র হত্যায় মামলা, পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি পুলিশের

khobor
আগস্ট ৬, ২০১৯ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
ঈদে বাড়ি ফেরার পথে রাস্তায় ভোরে দুর্বৃত্তদের হাতে নিহত হওয়া কলেজ ছাত্র
রাব্বি হত্যার ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিহত রাব্বির বড় বোন মানছুরা পারভিন বাদী হয়ে বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন। তবে হত্যার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে দুপুর আড়াইটার দিকে নিহতের স্বজনদের

কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। লাশ তার গ্রামের বাড়ি দাফন করা হবে। তবে এই হত্যাকান্ডটি পুলিশ পরিকল্পিত হত্যাকান্ড দেখছে। কারণ ভোর সাড়ে ৫টার সময় তার বাইরে বের হওয়ার বিষয়টি অনুসরণ করেই হত্যায় অংশ নেওয়া হতে পারে।নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন বলেন,

কলেজ ছাত্র হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকান্ড হতে পারে। তবে কেন বা কি কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বোঝা যাচ্ছেনা। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর বর্নালী ও হেতেমখাঁ রাস্তার
মাঝামাছি স্থানে কলেজ ছাত্রকে দুর্বৃত্তরা হত্যা করে ফেলে রেখে চলে যায়।

আর/এস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।